۱۴ مهر ۱۴۰۳ |۱ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 5, 2024
আপনি কি জানেন - ইজরাঈল কোন দেশগুলি'কে শত্রু মনে করে ??? 
ইজরাঈলের প্রধানমন্ত্রী

হাওজা / ইরাক, ইরান ও সিরিয়া - এই তিনটি দেশ বিশ্বের ক্ষতি করছে৷ অর্থাৎ ইজরাঈলের শত্রুদেশ৷ 

রিপোর্ট: মুস্তাক আহমদ

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, এই ব্যক্তির নাম নেতানাহু, ইজরাঈলের প্রধানমন্ত্রী৷ যার হাতে দুটি ছবি আছে, সেই ছবিতে কিছু বোঝাতে চায়ছে ৷
প্রশ্ন হলোঃ ইজরাঈল প্রধামন্ত্রী সে কি বোঝাতে চায়ছে?
—এই প্রশ্নের উত্তর জানলে আপনি অবাক হয়ে যাবেন৷ আর সেটা হলঃ দুদিন আগে ৭৯তম জাতিসংঘের অধিবেশনে ইজরাঈল প্রধান নেতানাহু দুটি মানচিত্র দুই হাতে তুলে ধরে৷ একটি মানচিত্র সবুজ ও একটি মানচিত্র কালো৷
কালো মানচিত্রে ইরাক, ইরান ও সিরিয়া - এই তিনদেশ উল্লেখ করে নেতনাহু বলেঃ এই তিনটি দেশ বিশ্বের ক্ষতি করছে৷ অর্থাৎ ইজরাঈলের শত্রুদেশ৷
আর আমরা সবাই জানি এই তিনটি দেশ শিয়ামতাদর্শে পরিচালিত হয়৷ শিয়ারা ইজরাঈল-আমেরিকার বন্ধু নয়৷
বাকী সবুজ দেশগুলো মোটামুটি সুন্নী-ওহাবী পরিচালিত দেশ, অর্থাৎ তারা সবাই ইজরাঈলের বন্ধু দেশ৷ ইজরাঈলের সহযোগী দেশ৷
তাহলে বর্তমানের বিশ্ব পরিস্থিতির নিরিখে আজকের এই বিশ্লেষণ পরিস্কার বলে দিচ্ছে —
(১) ফিলিস্তিনের গাজা'তে এতদিন লাখ লাখ যত নিরহ মানুষ খুন হয়ছে এর জন্য দায়ী সুবজ চিহ্নিন্ত সুন্নী-ওহাবী দেশগুলি সম্পূর্ণ দায়ী৷
(২) দীর্ঘদিন যুদ্ধ পরিস্থিতি চলছে, কিন্তু কোন সুন্নী-ওহাবী দেশের বড় নেতা হত্যা হয়নি আজ পর্যন্ত ৷

تبصرہ ارسال

You are replying to: .